আমার সম্পর্কে
সোহেল মৃধা
উদ্যোক্তা, উপস্থাপক, মেম্বার ভয়েস, সংগঠক এবং বিনিয়োগকারী ।
সোহেল মৃধা (মোহাম্মদ মোজাম্মেল হক মৃধা) ঢাকার শেরেবাংলা নগরে, তৎকালীন কৃষি কলেজ এবং কৃষি গবেষণার সরকারি কোয়ার্টারে, ১৯৭৫ সালে দোসরা জানুয়ারি। বাবা ছিলেন কৃষি গবেষণার সাইন্টিফিক অফিসার বা পুরোপুরি গৃহিণী। জন্ম শিশুকাল শৈশব কৈশোর আর পুরোটা বেড়ে ওঠার সময় অতিবাহিত করেছেন শেরে বাংলা নগর এলাকাতে। দাদার বাড়ি বর্তমানে গাজীপুর জেলার কালিগঞ্জ থানার নাগরী ইউনিয়নের গাড়ারিয়া গ্রামের মৃধা বাড়িতে। লেখাপড়া শেষে চাকরি জীবন শুরু করেন ২০০০ সালে বাংলাদেশের বৈদেশিক আয়ের প্রথম উৎস RMG সেক্টরে, সুইডেন বেইজড একটি কোম্পানির ঢাকা লিয়াজন অফিসের / একটি বাইং হাউসের মার্চেন্ডাইজার হিসাবে। ২০০৯ সালে প্রতিষ্ঠা করেন নিজের বাইং হাউস এবং ব্যবসা শুরু করেন যা অদ্যবধি আছে। সেই সাথে ২০১৪ সালে ই কমার্স এর সাথে যুক্ত হয়ে প্রতিষ্ঠা করেন কিনলে ডটকম, ন্যাশনালি এবং গ্লোবালি আরএমজি সেক্টরকে এগিয়ে নেওয়ার জন্য।
২০১৪ সালে রিয়েল এস্টেট কোম্পানি নাগরী ডিজাইনের এন্ড ডেভেলপমেন্ট লিমিটেড নামে প্রতিষ্ঠা করেন। ২০১৬ সালে প্রতিষ্ঠা করেন কিনলে জবস নামে বাংলাদেশের প্রথম ই-কমাস জব সাইট,যা বর্তমানে ইজবস ওয়ান ডট কম নামে আছে। ২০১৮ সালের প্রতিষ্ঠা করেন এডুকেশন কনসাল্টেন্ট, আর এস স্কলারস এডুকেশন নামে বাহিরে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য একটি প্রতিষ্ঠান।
পেনডামিকের পরে ২০২০ সাল ট্যুরিজম সেক্টরে কাজ করার জন্য প্রতিষ্ঠা করেন নাগরিক টুরিস্টা নামের একটি প্রতিষ্ঠান।
ইক্যাবের প্রতিষ্ঠাকালীন সময় থেকেই ই-ক্যাবের সাথে যুক্ত একজন ফাউন্ডিং মেম্বার হিসেবে এবং পরপর তিনটা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করে, তার মধ্যে মার্কেটিং স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান, ইনভেস্টমেন্ট স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান এবং লিগেল এন্ড ডিসপিউট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান। ২০২০ সালে ই-ক্যাব কর্তৃক eCMA, eCommerce Movers award পেয়ে থাকেন করনাকালীন সময়ে আউটস্ট্যান্ডিং কনট্রিবিউশনের জন্য। ২০২২ সালের দিকে প্রথম নির্বাচনের একজন ডিরেক্টর প্রার্থী হয়ে কিছু ভোটের ব্যবধানে পরাজিত হন। এছাড়াও বিভিন্ন অর্গানাইজেশন থেকে বিভিন্ন সময়ে ই-কমার্স ইন্ডাস্ট্রি তে কন্ট্রিবিউশনের জন্য নানা পুরস্কারে ভূষিত হন।
সোহেল মৃধা এছাড়াও অন্যান্য অরগানাইজেশন যেমন এন্টারপ্রেনারস ক্লাব অফ বাংলাদেশ (ই ক্লাবের একজন মেম্বার), মেম্বার অফ বাংলাদেশ ট্যুরিজম এক্সপ্লুয়ার্স অ্যাসোসিয়েশন ( বি টি ই এ), বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বি জি বি এ) এবং ফাউন্ডারস কমিউনিটি ক্লাব( এফ সি সি) এর একজন ফান্ডিং মেম্বার।
লেখাপড়া শুরু শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে, ঢাকা কলেজে। ব্যবসা অনুষদের ম্যানেজমেন্ট সাবজেক্টের উপর অনার্স এবং মাস্টার্স ডিগ্রি করেন। সাথে অফিস ম্যানেজমেন্ট, ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, বিজনেস পলিসিস অ্যান্ড প্রসিডিওর, ইন্সুরেন্স এবং রিস্ক ম্যানেজমেন্ট এর উপর বিভিন্ন ট্রেনিং শর্ট কোর্স কমপ্লিট করেন।
ক্লোজিং নোট
এতোটা সময় নিয়ে পড়ার জন্য সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ. আমি চেষ্টা করবো আমার জীবন যাত্রার গল্প গুলো আপনার সাথে শেয়ার করতে, এবং আমি আপনাকে সঠিক পথে অনুপ্রাণিত করতে চাই।
আমি যা বলি সবই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। আমি এই ব্লগে যে জিনিসগুলি শেয়ার করি তার কোনটিই আপনাকে “দ্রুত ধনী হতে” সাহায্য করবে না — তবে এর থেকে বেশী কিছু করবে।
একটি অনলাইন ব্যবসা তৈরি করতে অনেক সময়, কঠোর পরিশ্রম, ধৈর্য এবং কিছুটা ভাগ্য লাগে।
আমার লক্ষ্য হল আমার অভিজ্ঞতা, আমি শিখা বিষয় সমূহ এবং কেস স্টাডি শেয়ার করা যাতে আপনি একটি সফল অনলাইন ব্যবসা গড়ে তুলতে পারেন।
আমি আশা করি আপনি আমার জীবনের গল্প উপভোগ করেছেন।
আবারো, এইটুকু পড়ার জন্য সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ. আমি আপনার সাথে পরিচিত হওয়ার জন্য উন্মুখ.
ধন্যবাদান্তে
মোঃ মোজাম্মেল হক মৃধা